পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) নিয়ে কিছু
প্রশ্ন এবং কিছু উত্তর -:--
প্রশ্ন: (১)
ক) “ফাল ইয়াফরাহু” ﻓَﻠْﻴَﻔْﺮَﺣُﻮﺍ বা খুশি করা কি
ইবাদত?
উত্তর :
হ্যা।
ফাল ইয়াফরাহু ﻓَﻠْﻴَﻔْﺮَﺣُﻮﺍ মহান আল্লাহ পাক উনার
আদেশ মুবারক। আর আল্লাহ পাক উনার আদেশ মুবারক
পালন করাটা ইবাদত।
খ) কেমন ইবাদত? সুন্নত, নফল,ওয়াযিব, ফরয?
উত্তর: খুশি করাটা ফরয।
মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক পালন করাটা
ফরয। মহান আল্লাহ পাক তিনি যেটা আদেশ করেন
অকাট্ট্য দলীল দ্বারা ফরয, যদি না তিনি সেটা
আবার রহিত না করেন। পবিত্র সূরা ইউনুস শরীফ
উনার ৫৮-৫৯ নং আয়াত শরীফ দ্বারা অকাট্যভাবে
প্রমাণিত।
কোনভাবে কারও পক্ষে এই খুশি করাটা ফরয নয়-এটা
প্রমাণ করা সম্ভব নয়।
প্রশ্ন: (২) সর্বশ্রেষ্ঠ কিভাবে? (কেন সাইয়্যিদুল
আ'ইয়াদ শরীফ তথা খুশি প্রকাশ করা সর্বশ্রেষ্ঠ
ইবাদত হবে? অন্য ইবাদততো কষ্টকর আর এখানে খুশি
প্রকাশ করাটা সর্বশ্রেষ্ঠ ইবাদত কেন?)
উত্তর:
কোন আমলটা সর্বশ্রেষ্ঠ তা হান আল্লাহ পাক তিনিই
ভালো জানেন।
তিনি বলেছেন, হুয়া খইরুম মিম মা ইয়াজমাউন
অর্থাৎ -" এই খুশি প্রকাশ করাটা হবে বান্দা /
বান্দির জন্য সব কিছু থেকে উত্তম, যা তারা দুনিয়া
ও আখিরাতের জন্য জমা করে রাখে।" তাই সাইয়্যিদুল
আ'ইয়াদ শরীফ তথা ফাল ইয়াফ রাহু - পালন করা
সর্বশ্রেষ্ঠ ইবাদত।
আল্লাহপাক বান্দা / বান্দিকে যা আদেশ করবেন
(হউক কষ্ট, সহজ,আনন্দের বিষয়) তাই পালন করা
বান্দা / বান্দির জন্য ফরজ।
আর আল্লাহপাক নবীজিকে পাওয়ার কারণে পবিত্র
কুরআন শরীফ উনার মাঝে সরাসরি বান্দা /
বান্দিকে আদেশ করেছেন- " ফালইয়াফ রাহু তথা খুশি
প্রকাশ করার জন্য।
"সুবহানাল্লাহ!
প্রশ্ন: (৩) খুশি মুবারক প্রকাশ করা উনাকে কেন
সর্বশ্রেষ্ঠ বলা হল?
উত্তর:
কারণ মহান আল্লাহ পাক তিনি পালন করেন। আল্লাহ
পাক তিনি বলেছেন, ‘বি ফাদ্বলিল্লাহি ওয়া বি
রহমাতিহি ‘ফাবিযালিকা’ অর্থাৎ এই জন্য। কি
জন্য?
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনাকে ফাদ্বলুল্লাহ অর্থাৎ
মহান আল্লাহ পাক উনার ফযল মুবারক হিসেবে
পাওয়ার জন্য এবং বি রহমাতিহি অর্থাৎ নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহান আল্লাহ পাক
উনার রহমত মুবারক হিসেবে পাওয়ার জন্য খুশি
মুবারক প্রকাশ করতে হবে।
আমরা সমস্ত খুশি পেয়েছি নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম উনার শানে। এই জন্য এই খুশি মুবারক
প্রকাশ করা সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ। কুফরী শিরকি
করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায় কিন্তু ফাল
ইয়াফরাহু ধ্বংস হয়না।
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ
(ক) https://m.facebook.com/story.php?story_fbid=2089442317946222&id=1504208036469656 (খ) https://m.facebook.com/story.php?story_fbid=2089445954612525&id=1504208036469656 (গ)
https://m.facebook.com/story.php?story_fbid=2089450774612043&id=1504208036469656
সা্ইয়্যিদুল আইয়াদ শরীফ পবিত্র ঈদে মীলাদে
হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে
বাতিলপন্থীদের প্রশ্ন ও তার জবাব লিংক:-
১) প্রশ্ন- ঈদে মীলাদুন নবী বিদআত, নতুন উদ্ভাবন।
উত্তর - ঈদে মীলাদুন নবী পালন করতে মহান আল্লাহ
পাক তিনি আদেশ করেছেন!
© https://m.facebook.com/story.php?story_fbid=2089465401277247&id=1504208036469656 © https://m.facebook.com/story.php?story_fbid=2089477944609326&id=1504208036469656 © https://m.facebook.com/story.php?story_fbid=2089486551275132&id=1504208036469656 © https://m.facebook.com/story.php?story_fbid=2089489577941496&id=1504208036469656 এবং স্বয়ং
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে মীলাদুন্নবী
পালন করেছেন!
https://m.facebook.com/story.php?story_fbid=2089492174607903&id=1504208036469656 সাহাবীনগনও পালন করেছেন
https://m.facebook.com/story.php?story_fbid=2089494104607710&id=1504208036469656 তাহলে ঈদে মীলাদুন্নবী বিদআত
হয় কিভাবে ?
(২) প্রশ্ন- রাসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম কি ঈদে মীলাদুন নবী পালন করেছেন?
উত্তর- অবশ্যই করেছেন। তিনি ঐ বিশেষ দিনে
শুকরিয়া প্রকাশ করেছেন
© https://m.facebook.com/story.php?story_fbid=2089607017929752&id=1504208036469656 © https://m.facebook.com/story.php?story_fbid=2089610197929434&id=1504208036469656
(৩) প্রশ্ন- সাহাবীগন কি ঈদে মীলাদুন্নবী পালন
করেছেন ?
উত্তর- অবশ্যই পালন করেছেন এবং ফজিলতের কারণ
বলে উল্লেখ করেছেন।
https://m.facebook.com/story.php?story_fbid=2089617921261995&id=1504208036469656
(৪) দাবি- কোরআন-হাদীসের কোথাও নেই ঈদে
মীলাদুন নবী পালনের কথা নাই
উত্তর- কুরআন শরীফ হাদীস শরীফে অসংখ্যবার বলা
হয়েছে ঈদে মীলাদুন নবী পালনের কথা। যারা এ
কুরআন শরীফ হাদীস শরীফ নিয়ে মিথ্যাচার করে
কাফির। ( https://m.facebook.com/story.php?story_fbid=2089620771261710&id=1504208036469656 © https://m.facebook.com/story.php?story_fbid=2089634194593701&id=1504208036469656 © https://m.facebook.com/story.php?story_fbid=2089654884591632&id=1504208036469656 © https://m.facebook.com/story.php?story_fbid=2089660857924368&id=1504208036469656 © https://m.facebook.com/story.php?story_fbid=2089688491254938&id=1504208036469656 © https://m.facebook.com/story.php?story_fbid=2089689831254804&id=1504208036469656
৫) দাবি- ঐ দিন তো নবীজি সল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন,
তাই সেই দিন দুঃখেরও দিন।
উত্তর- সহীহ হাদীস শরীফে বর্ণিত কারো
ইন্তেকালের পর ৩ দিনের বেশি শোক প্রকাশ করা
সম্পূর্ণ হারাম। তাই কেউ যদি ১২ই রবিউল আউয়াল
শরীফ উপলক্ষে শোক প্রকাশ করে তবে কি সেটা
জায়েজ হবে ? (বিস্তারিত- https://m.fac
View more on Facebook
This site was designed with Websites.co.in - Website Builder
We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!
Have a great day!
Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support
Search keyword
Want to know more about us
Fill in your details and we will get in touch at our earliest convenienceWant to know more about
Fill in your details and we will get in touch at our earliest convenience